বর্তমানে দোকানপাটে ১ ও ২ টাকার কয়েন দেখা যায় না বললেই চলে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব মুদ্রা এখনো বৈধ এবং প্রচলিত।
বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় ধাতব মুদ্রা গ্রহণে অনীহা দেখা গেছে, যা আইনবিরোধী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “১ ও ২ টাকার কয়েন কাগজের নোটের মতোই বৈধ। কেউ গ্রহণে অস্বীকৃতি জানালে তা অপরাধ হিসেবে গণ্য হবে।”
বাংলাদেশ ব্যাংক জনগণকে স্বাভাবিকভাবে এই কয়েন ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

১৯৭৩ সালে বাংলাদেশ প্রথম ধাতব মুদ্রা চালু করে ৫, ১০, ২৫ ও ৫০ পয়সা।
এরপর ১৯৭৪ সালে যুক্ত হয় এক পয়সার মুদ্রা।
যদিও এখন এসব মুদ্রা সংগ্রহে কম, তবে ৫ টাকার কয়েন এখনো প্রচলিত ও ব্যবহৃত।
বাংলাদেশ কয়েনেজ অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী এসব মুদ্রা বাতিল বা অচল হয়নি।