রোববার (২১ ডিসেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে রোববার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৬ দশমিক ৪৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৫৩ দশমিক ৫৯ পয়েন্ট ও ৯৯৯ দশমিক ০৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ২৯৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯ কোটি ৯৪ লাখ টাকা। এ ছাড়া রোববার ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টি কোম্পানির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে রোববার সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ২১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৫৬১ দশমিক ১৪ পয়েন্টে ও ৮ হাজার ৩৬৪ দশমিক ৯৯ পয়েন্টে।
আর সিএসআই সূচক ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৩ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৭২ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৬২ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৪১ দশমিক ৫৯ পয়েন্টে ও ১২ হাজার ২৮ দশমিক ৩৫ পয়েন্টে। তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকা। সিএসইতে ১৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।