পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই প্রতিষ্ঠান—অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং লিমিটেড—২০২৪-২৫ অর্থবছরের (৩০ জুন সমাপ্ত) জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও পৃথক ঘোষণায় এ তথ্য জানায় কোম্পানি দুটি।

বাড়ল লোকসান

অলটেক্স ইন্ডাস্ট্রিজ

  • চলতি অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান (EPS): ১৮ পয়সা
  • আগের বছর লোকসান ছিল: ১ পয়সা

ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং

  • চলতি অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান (EPS): ৫ টাকা ৮২ পয়সা
  • আগের বছর লোকসান ছিল: ২ টাকা ৫৮ পয়সা

দুটি কোম্পানির লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তারা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এজিএমের তারিখ

  • অলটেক্স ইন্ডাস্ট্রিজ: এজিএমের তারিখ হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। রেকর্ড ডেট: ৭ জানুয়ারি ২০২৫
  • ঢাকা ডাইং: এজিএম অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৫, বেলা ১১টায়। রেকর্ড ডেট এখনো ঘোষণা হয়নি।