ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোবাইল ফোনের দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ব্যান্ডের ‘আনঅফিসিয়াল’ ফোন। সরকার বলছে, ১৬ ডিসেম্বরের পর এসব ফোন কিনলে তা নিবন্ধন করা যাবে না।

আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে পুরনো ফোন আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে কোন মডেলের পুরনো ফোন বিদেশে থেকে আনা যাবে তা নির্ধারণ করে দেবে সরকার।

দেশে ব্যবহার করা মোবাইল ফোনের তথ্যভাণ্ডার এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) ব্যবস্থা চালু নিয়ে আন্দোলনরত ‘আনঅফিসিয়াল ফোন’ বা ‘গ্রে মার্কেটের’ ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বহুপক্ষীয় ওই সভায় একই সঙ্গে অবৈধ বা আনঅফিসিয়াল ফোনগুলো ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়।

আর সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকেই চালু হবে এনইআইআর।