বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযোগ নোফেল কুয়েত শাখার আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাই ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ডাক্তার এ বি এম হারুন।

সাধারণ সম্পাদক নাছের উদ্দিন খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, মো. আকবর হোসেন, ব্যাংকার মাইনুদ্দিন, বাহার উদ্দিন, শফিকুর রহমান, লিটন মিয়া, ফরিদ উদ্দিন এবং হোসেন মোহাম্মদ আজিজ।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর হোসেন, মাহবুব আলম ভুঁইয়া, বাবুল দাস, মনির হোসেন বাবু, রিপন, নুরুদ্দিন, আবুল বাশার এবং কামাল হোসেন।

উল্লেখ্য, কুয়েত চেম্বার অব কমার্সের আমন্ত্রণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ডাক্তার এ বি এম হারুন নয় সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতে আসেন।