দেশের বাইরে শাকিব খান ছাড়া অন্য কোনো তারকা কি হানিয়া আমিরের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেন? এমন প্রশ্ন তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি। দেশের তারকাদের আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রাপ্ত সম্মান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক মন্তব্য করেন।
সেমন্তী বলেন, “বাংলাদেশের শিল্পীদের সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যায়ে তেমনভাবে মূল্যায়ন করা হয় না। আমরা নিজেরাই আমাদের তারকাদের সেভাবে তুলে ধরতে পারি না।”
তিনি হানিয়া আমিরের উদাহরণ টেনে বলেন, “যখন আমরা বিদেশে যাই, সেখানে হানিয়াকে যেভাবে গুরুত্ব দিয়েছি, আতিথেয়তা দেখিয়েছি, তা প্রশংসনীয়। যদি টিকিট সিস্টেম থাকত, তাহলে তার জন্য বিশাল ভিড় হতো। কিন্তু আমাদের শিল্পীরা সেভাবে জায়গা পায় না।”
তবে শাকিব খানকে আলাদাভাবে প্রশংসা করেন তিনি। তার ভাষ্য, “শাকিব খান যখন এখন দেশের বাইরে যান, মানুষ তাকে ঘিরে ফেলে। উপচে পড়া ভালোবাসা দেখে যায়। আগে এমনটা দেখা যেত না। কিন্তু তিনি এখন একমাত্র তারকা যিনি আন্তর্জাতিক ভেন্যুতে এই ধরনের জনস্রোত তৈরি করতে পারেন।”
তবে প্রশ্ন রয়ে যায়—শাকিব ছাড়া কি অন্য কোনো বাংলাদেশি তারকা এমন জনপ্রিয়তা অর্জন করতে পারবেন? সেমন্তীর মতে, উত্তরটা নেতিবাচক।