সোশ্যাল মিডিয়ায় বুলিং, ট্রোলিং ও অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে গুজব ছড়ানো ও চরিত্র হননের অভিযোগ তুলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন,
“সোশ্যাল মিডিয়ায় বুলিং ও ট্রোলিং এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সাংবাদিক ভাই-বোনসহ আমার অনেক সহকর্মী আমাকে বহুবার আইনি ব্যবস্থা নিতে বলেছেন। এতদিন এড়িয়ে চলেছি, কিন্তু চুপ থাকলেই মানুষ সুযোগ নেয়।”

সোশ্যাল মিডিয়ায় ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে তিনি বলেন,
“এখন ‘ভিউ’ মানেই ব্যবসা। নেগেটিভ কনটেন্টে ভিউ বেশি আসে, তাই মিথ্যা গুজব ছড়ানো হয়। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”

নারীদের দ্বারা নারীদের ট্রোলিংয়ের বিষয়টি সবচেয়ে হতাশাজনক বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন,
“খুব দুঃখ লাগে যে, এখন মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি আক্রমণ করছে।”

বিদেশে বসে দেশের শিল্পীদের হেয় করার প্রবণতাও উদ্বেগজনক বলে মনে করেন বুবলী। তার মতে, শিল্পীদের অপমান করা মানেই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

সবশেষে তিনি জানান, দেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনকে সম্মান জানিয়ে এবার দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি, যেন ভবিষ্যতে কেউ এমন অপপ্রচারে জড়াতে সাহস না পায়।