ঢাকায় এসে পাকিস্তানি ব্যান্ড কাভিশ নিজের কনসার্ট দিতে পারল না। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, ভেন্যু অনুমতি শেষ মুহূর্তে না পাওয়ায় অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এটি পুরোপুরি বাতিল নয়।
‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টটি শুক্রবার বিকেলে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে হওয়ার কথা ছিল। এতে কাভিশের পাশাপাশি দেশের ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলসহ অন্যান্য শিল্পীর পারফরম্যান্স থাকছিল।
কাভিশ গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছিল। ব্যান্ডের সদস্যদের বিমানবন্দর অভ্যর্থনার ছবি প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান জানায়, তাদের আগমন সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানের অনুমতি এবং সামগ্রিক নিরাপত্তা বিবেচনা করে, শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যান্ডের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় বলা হয়েছে, “আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা। দেশের বর্তমান পরিস্থিতি ও অনুমতির জটিলতার কারণে আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারিনি। তবে ওয়েভফেস্ট সিজন ০১ সাময়িকভাবে পুনঃনির্ধারণ করা হবে।”
প্রাইম ওয়েভ কমিউনিকেশনস আরও জানিয়েছে, অনুষ্ঠান স্থগিত হওয়ায় দর্শকরা হতাশ হবেন না। কাভিশ নিজেও একটি ভিডিও বার্তা পাঠিয়ে অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
কাভিশ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ায় তাদের গান যেমন ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’ সুপরিচিত। এ বছরের জানুয়ারিতেও তারা ঢাকায় এসে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে পারফর্ম করেছিল।