জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক পডকাস্টে বলিউড সম্পর্কিত নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, করণ জোহরের প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশন'-এর ব্লকবাস্টার ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এটি ফিরিয়ে দিয়েছেন। জয়া বলেন, “যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য প্ল্যানড থাকবে, সেটাই হবে।”

পডকাস্টে জয়া আরও জানিয়েছেন, বলিউড তারকাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে বিশ্বকাপ দেখেছেন, আর ‘রাজকাহিনী’ ছবিটি দেখে বিদ্যা বালন তার প্রশংসা করেছেন। এছাড়া, সেলেব্রিটি ক্রিকেটে মালাইকা অরোরা, ইউসুফ পাঠানদের সঙ্গে খেলার সুযোগও পেয়েছেন।

জয়ার এই কথোপকথন থেকে বোঝা যাচ্ছে, তিনি নিজের পছন্দ ও পরিকল্পনাকে প্রাধান্য দেন, তবে বলিউডের সঙ্গে সম্পর্ক ও সখ্যতা বজায় রেখেছেন।