জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সম্প্রতি পডকাস্টে মুখ খুলেছেন। সাবেক স্বামী তাহসান রহমান খানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য শেষ করার পর মিথিলা নতুন জীবন শুরু করেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তবে তাদের সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন, যা দুই বিনোদন পাড়ার চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে।

পডকাস্টে মিথিলা জানান, “২৪-এর জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।” এই মন্তব্যই এক ধরনের প্রশ্ন উত্থাপন করেছে যে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই অচল অবস্থায়?

সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত এখনও তার স্বামী কিনা। এই প্রশ্নে মিথিলা আংশিক ধোঁয়াশা সৃষ্টি করে বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” তবে তিনি যোগ করেন, পাসপোর্টে তার নামটি এখনও রয়েছে।

এর মাধ্যমে গুঞ্জন বাড়লেও মিথিলা সরাসরি কিছু স্পষ্টভাবে জানাননি। যদিও তার এই বক্তব্য বিনোদন পাড়ায় নতুন আলোচনার সূত্রপাত করেছে।