ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস প্রায়ই নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নতুন ফটোশুটের ছবি, যা প্রকাশ হতেই ভক্ত ও অনুরাগীদের মুগ্ধ করেছে।

বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনা পরে অসাধারণভাবে সাজগোজ করেছেন। তার নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার পুরো লুকটিকে আরও ঝলমলে করেছে। এছাড়া চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।’

ফটোশুটের মাধ্যমে নায়িকা তার অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। নিয়মিত মডেলিং ও ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করা অপু বিশ্বাসের স্টাইল ভক্তরা প্রশংসা করে থাকেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।’

এদিকে, প্রায় দুই বছরের বিরতির পর নতুন সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস। ছবির নাম ‘সিক্রেট’, যা রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার। তিনি চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন। পরিচালক বন্ধন বিশ্বাস তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।