ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমাটি মালয়ালম ব্লকবাস্টার ‘ওপ্পাম’র অফিসিয়াল রিমেক। এ সিনেমার মাধ্যমেই বলিউডে আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করতে চলেছেন যিশু।
এদিকে ‘হাইওয়ান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর পর্দায় দেখা মিলবে অক্ষয়-সাইফের। শোনা যাচ্ছে, এ সিনেমায় অক্ষয় খলনায়কের চরিত্রে ধরা দেবেন। ‘মে খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললাগি’, ‘তাশান’–এর মতো হিট সিনেমায় একসঙ্গে দেখা গেছে অক্ষয় ও সাইফকে। এ দুই মহারথীর সঙ্গে এবার ত্রয়ী হয়ে যুক্ত হচ্ছেন যিশু। যে কারণে নতুন সিনেমাটি আগ্রহ বাড়াচ্ছে দর্শকের।
২০২৪ সালের ঘোষণার পর আলোচিত সিনেমাটির শুটিং শুরু হয় চলতি বছরের আগস্টে। পুরো সিনেমার শুটিং শেষের পথে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রসঙ্গত, ‘হাইওয়ান’ সিনেমায় যিশু সেনগুপ্ত কোন চরিত্রে অভিনয় করেছেন তা এখনও জানা যায়নি। সিনেমায় তার অংশের শুটিং শেষ হয়েছে কিনা জানতে মোবাইলে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি।