দীর্ঘ অপেক্ষার পর পুনরায় শুরু হচ্ছে চিত্রনায়িকা পরীমণির অভিনীত বায়োপিক ‘প্রীতিলতা’র বাকি অংশের শুটিং। চলচ্চিত্রটি ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনভিত্তিক। নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসে চট্টগ্রামের লোকেশনে কাজের বাকি অংশ শুটিং শুরু হবে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন রাশিদ পলাশ। তিনি লিখেছেন, “এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬।” ছবির কমেন্টে পরীমণি লিখেছেন, “আমিও প্রস্তুত আছি,” যা স্পষ্ট করছে, সব জটিলতা কাটিয়ে নায়িকা আবার ক্যামেরার সামনে ফিরছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমার কাজ শুরু হয়েছিল ২০২০ সালের শেষের দিকে। তখন ঢাকার লোকেশনে প্রায় ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়। কিন্তু পরবর্তীতে পরীমণির মাতৃত্বকালীন বিরতি ও অন্যান্য কারণের জন্য শুটিং থেমে যায়। এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে দলটি মাঠে নামার পরিকল্পনা করছে।
‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে আগ্রহ দর্শকদের মধ্যে এখনও কমেনি। ২০২১ সালে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক ও বিনোদনমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। যদিও তখন অন্য নির্মাতাদের সঙ্গে দুটি আলাদা প্রীতিলতা সিনেমার কাজ শুরু হয়েছিল, তাতে রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। এর বিপরীতে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ ২০২৩ সালে মুক্তি পায়।
নির্মাতা জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে শুটিং এপ্রিল মাসে শুরু হবে এবং এটি রোজার ঈদের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে ধারণ করা হবে। উৎসাহীদের আশা, নতুন বছরে পরীমণির ফিরতি নিয়ে সিনেমাটি সমাপ্ত হয়ে দর্শকের সামনে আসবে।
পরীমণির ক্যারিয়ারে এটি একটি বিশেষ প্রজেক্ট। বীর প্রীতিলতার জীবন কেবল ইতিহাসের পাতায় নয়, চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা করছেন নির্মাতা ও নায়িকা।