নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে তুমুল আলোড়ন তুলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১ জানুয়ারি) ভোরে মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজনের অন্তিম পর্ব। এর মধ্য দিয়ে শেষ হলো হকিন্স শহরকে ঘিরে এক দশকব্যাপী রহস্য, রোমাঞ্চ ও আবেগের গল্প।

দর্শকদের মনে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল—হকিন্স শহরে ঘটে যাওয়া সব অতিপ্রাকৃত ঘটনার নেপথ্যে কি কেবল ভেকনাই দায়ী, নাকি এর আড়ালে রয়েছে আরও কোনো অজানা অন্ধকার শক্তি? সিরিজের শেষ পর্বে সেই অমীমাংসিত রহস্যের জট খুলে দিয়েছেন নির্মাতারা।

গল্পের মূল চরিত্র এল, মাইক, উইল, ডাস্টিন ও লুকাসের সামনে এবার ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। তারা কি শেষ পর্যন্ত ভেকনার মরণকামড় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে? আপসাইড ডাউনের ভয়াবহতা পেরিয়ে কি তারা ফিরে পাবে স্বাভাবিক জীবন—এমন নানা প্রশ্ন ঘিরেই এগিয়েছে শেষ সিজনের কাহিনি।

এই সিজনে দর্শকদের অন্যতম উদ্বেগের জায়গা ছিল নিখোঁজ হলি উইলারকে ঘিরে। সে কি শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরতে পারবে—এই প্রশ্নের উত্তরও মিলেছে টানটান উত্তেজনায় ভরা চূড়ান্ত পর্বে।

২০১৬ সালে যাত্রা শুরু করা ‘স্ট্রেঞ্জার থিংস’ খুব অল্প সময়েই বিশ্বজুড়ে বিশাল ফ্যানবেজ গড়ে তোলে। আশির দশকের নস্টালজিয়া, বন্ধুত্বের আবেগ, সায়েন্স ফিকশন ও হররের অনন্য মিশ্রণে সিরিজটি নেটফ্লিক্সের অন্যতম আইকনিক কনটেন্টে পরিণত হয়।

দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবেগ, রহস্য ও রোমাঞ্চের সমন্বয়ে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর এই সমাপ্তি নেটফ্লিক্সের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। হকিন্সের বন্ধুদের শেষ লড়াই দেখতে মুক্তির পরপরই পর্দার সামনে ভিড় জমাচ্ছেন সিরিজটির ভক্তরা।