টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন ছোটপর্দায়। অভিনয়ের শুরু থেকে টেলিভিশনে যাত্রা হলেও গত কয়েক বছর তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন বড় পর্দা ও বিশেষ প্রকল্পে। এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি হাজির হচ্ছেন জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর নতুন অধ্যায়ে এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ধারাবাহিকটির গল্পে নতুন মোড় এসেছে এবং সেই পর্বেই কাঞ্চনের প্রবেশ ঘটছে। ইতোমধ্যেই তিনি শুটিং শুরু করেছেন। তবে এখনো প্রযোজনা সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
‘গৃহপ্রবেশ’ প্রযোজনা করছেন টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ-কাঞ্চনের দীর্ঘদিনের বন্ধুত্ব শিল্পমহলে সুবিদিত। তাই রাজের প্রযোজনায় কাঞ্চনের অভিনয় ফেরার খবরে টলিউডে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
অভিনয়জীবনের বাইরে কাঞ্চন তার পারিবারিক জীবনের জন্যও আলোচনায় থাকেন। ব্যস্ততার মাঝেও তিনি মেয়ে কৃষভিকে সময় দিতে ভোলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের নানা মুহূর্ত প্রায়ই ভাইরাল হয়, যেখানে অনুরাগীরা মন্তব্য করেন মেয়েটি একেবারে বাবার মতো।
সম্প্রতি কাঞ্চন শেষ করেছেন প্রজাপতি ২ সিনেমার শুটিং। সেই কাজের পর এবার তিনি ফিরছেন সেই মাধ্যমে, যেখান থেকেই তার জনপ্রিয়তার শুরু। ধারাবাহিকটির গল্পে তার চরিত্রটি নাকি একেবারেই নতুন স্বাদের এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
টেলিভিশনপ্রেমী দর্শকদের প্রত্যাশা, কাঞ্চন মল্লিকের উপস্থিতি ‘গৃহপ্রবেশ’-এর গল্পে আনবে নতুন মাত্রা ও প্রাণচাঞ্চল্য। বহু বছর পর প্রিয় এই মুখকে ছোটপর্দায় দেখতে তারা আগ্রহভরে অপেক্ষা করছেন।