বাংলা ও বলিউডে একের পর এক সাফল্য অর্জনের পর এবার আন্তর্জাতিক পর্দায় নাম লেখাচ্ছেন ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। লন্ডন থেকে তিনি ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই তার প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্রের কাজ শুরু হতে যাচ্ছে। শুধু পরিচালনা নয়, ছবিটির সহ–প্রযোজকের দায়িত্বও তিনি নিজেই পালন করবেন।

সৃজিতের নতুন সিনেমার বিষয়বস্তু পৃথিবীবিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল। ছবির নাম রাখা হয়েছে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’—শার্লক হোমসের আইকনিক সংলাপ থেকে অনুপ্রাণিত হয়ে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে সৃজিতের নিজস্ব সংস্থা ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’

এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৃজিত বলেন, শার্লক হোমসের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যিনি, সেই সাহিত্যিক আর্থার কোনান ডয়েলকে নিয়েই এই ছবির গল্প বলতে চেয়েছি। তার জীবন ও লেখার রহস্যময় দিকগুলো দর্শকদের কাছে তুলে ধরাই আমার উদ্দেশ্য।

চলচ্চিত্রটির গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট নামের এক নারীর হত্যাকাণ্ড এবং সেই অপরাধে ভুলভাবে অভিযুক্ত অস্কার স্লেটারের ঘটনার মাধ্যমে। এরপর কীভাবে কোনান ডয়েল নিজেই এই রহস্যে জড়িয়ে পড়েন, তা নিয়েই এগোবে কাহিনি। তবে বাকি চমকগুলো গোপন রেখেছেন পরিচালক, জানিয়েছেন—সব কিছুই “ক্রমশ প্রকাশ্য”।

সহ–প্রযোজক শাহনাব আলম বলেন, সৃজিতের কাজ মানেই গভীর গল্প আর নিখুঁত নির্মাণশৈলী। তার ইংরেজি ভাষার এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক মানের হবে বলে আমাদের পূর্ণ বিশ্বাস।

এর আগে সৃজিত হিন্দি ভাষায় বিবিসি প্রযোজিত ওয়েব সিরিজ ‘শেখর হোমস’–এর প্রাথমিক পর্যায়ে কাজ করেছিলেন, যেখানে কে কে মেনন ও রণবীর শোরে অভিনয় করেন। যদিও পরে প্রকল্পটি শেষ করেন অন্য নির্মাতা।

এই আন্তর্জাতিক ছবিতে গোয়েন্দা ও তার সাহিত্যিক সহকারীর ভূমিকায় কাকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর দিতে এখনই রাজি নন সৃজিত মুখার্জি। রহস্যের জাল তিনি আগেভাগেই ভাঙতে চান না!