বলিউডের আলোচিত প্রেমকাহিনিগুলোর মধ্যে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক সর্বদাই শীর্ষে থাকে। ক্যারিয়ারের শুরুর দিকেই তাদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির অন্যতম হট টপিক। যদিও সেই সম্পর্কের পরিণতি হয়নি—রণবীর এখন আলিয়া ভাটকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, আর ক্যাটরিনা সুখী সংসার করছেন ভিকি কৌশলের সঙ্গে। তবু তাদের পুরনো প্রেমের গুঞ্জন আজও বলিউডে ঘুরপাক খায়।
সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত অতীতের এক অজানা ঘটনা সামনে এনেছেন। তিনি জানান, ব্রেকআপের পর ভেঙে পড়া অবস্থায় ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি নিজেই হতবাক হয়ে যান।
জাহরা জানির ইউটিউব চ্যানেলের আলোচনায় পূজা সামন্ত বলেন—
“আমরা যশরাজ স্টুডিওতে গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি তখন কাঁদছিলেন… একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, ‘আমি একটা ভুল করেছি। এবার নিজের কাজ হারালে আমিই দায়ী।’”
তিনি জানান, সেদিন ক্যাটরিনা ভয় পাচ্ছিলেন তার ক্যারিয়ার যেন থমকে না যায়। রণবীরের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ায় তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে তীব্র দুশ্চিন্তায় ছিলেন।
পরে অবশ্য সব বদলে যায়। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা, আর তাদের ঘর সম্প্রতি আলো করে এসেছে প্রথম সন্তান। রণবীর–আলিয়া দম্পতিরও ঘরে আছে ছোট্ট রাহা।
তারপরও সময় যতই বদলাক, রণবীর–ক্যাটরিনার প্রেমকাহিনি বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুই রয়ে গেছে। সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও তৈরি হয় ব্যাপক আলোচনা—যা প্রমাণ করে তাদের ‘আজব প্রেম কি গজব কাহানি’ এখনও বলিউডের অন্যতম বহুলচর্চিত সম্পর্ক।