পরীমণির নতুন সিনেমা ‘গোলাপ’-এর ঘোষণা এ বছরের শুরুতেই এসেছে। সিনেমায় নায়িকার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন, আর রাজনৈতিক থ্রিলার ঘরানার এ ছবি পরিচালনা করছেন সামছুল হুদা।
প্রাথমিক ঘোষণা অনুযায়ী, শুটিং শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। তবে ১১ মাস পেরিয়ে গেলেও এখনও সেটে ক্যামেরা চলেনি। শুটিং পিছিয়ে যাওয়া মূলত গল্প সংক্রান্ত জটিলতার কারণে। পরিচালক সামছুল হুদা জানিয়েছেন, “গল্প নিয়ে কিছু সমস্যা ছিল, তাই শুটিং শুরু করা যায়নি। পুরো টিমের সঙ্গে আলোচনা করে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। পরিকল্পনা আছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার।”
নতুন শুটিং সময়সূচি নিয়ে ইতোমধ্যে পরীমণি ও নিরবসহ পুরো টিমের সঙ্গে আলোচনা হয়েছে। নির্মাতা জানান, গল্প, দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে নিয়মিত যোগাযোগ চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান অনুমোদন দিলেই চূড়ান্ত শুটিং তারিখ ঘোষণা করা হবে।
গল্পওয়ালা প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে সাজানো এ থ্রিলার সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। নির্মাতা ও অভিনেতারা আশা করছেন, নতুন বছরে শুটিং শুরু হবে এবং দর্শকরা পাবে একটি উত্তেজনাপূর্ণ ও টানটান থ্রিলার।