ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা রেখেছে। রোববার জন্মদিন উদযাপনে তাদের পারিবারিক মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, জয় বাবার কোলে বসে আছে, সামনে রাখা জন্মদিনের কেক এবং হাসিমুখে মা অপু বিশ্বাস। অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর শাকিবকেও কেক খেতে দেখা যায়। আয়োজনে শাকিবের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভিডিও ভাইরাল হতেই ভক্তরা এই পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, শাকিব ও অপু ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে তাদের একমাত্র সন্তান জয়।
জন্মের পর পরই অপু জয়কে প্রকাশ্যে আনেন, যা শাকিবের সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব তৈরি করে। পরবর্তীতে তারা আলাদা হন, তবে সন্তানের কারণে মাঝে মাঝে একসঙ্গে দেখা যায়।