সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতেছে রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই সিনেমাটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে এক ঝলমলে আয়োজনের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘গোল্ডেন ইউসর’ পুরস্কারের সঙ্গে নির্মাতা ফুজিমোতো নগদ ১ লাখ ডলার প্রাইজমানিও পান।

‘লস্ট ল্যান্ড’ রোহিঙ্গা ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ছবিটি মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুদের জীবন সংগ্রাম তুলে ধরে। সিনেমায় দেখানো হয়েছে চার বছর বয়সী শাফি এবং নয় বছর বয়সী বোন সোমিরার কষ্টসাধ্য যাত্রা—বাংলাদেশের শরণার্থী ক্যাম্প ছেড়ে মালয়েশিয়ায় পরিবারের কাছে পৌঁছানোর জন্য তারা কীভাবে জীবন-মরণ ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জুরি প্রধান শন বেকার বলেন, “এই চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিক দৃষ্টিভঙ্গি ও কবিত্বপূর্ণ উপস্থাপনায় ফুটিয়ে তুলেছে।”

রেড সি ফেস্টিভ্যালে সাফল্যের আগে থেকেই ‘লস্ট ল্যান্ড’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। এর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয় এবং সেখানে বিশেষ জুরি পুরস্কার জেতে। এছাড়াও, এ বছর ছবিটি এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে জুরি গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে।

এভাবে ‘লস্ট ল্যান্ড’ শুধুমাত্র রোহিঙ্গা শিশুদের বাস্তবতা তুলে ধরার জন্য নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মানবিক ও শিল্পী মূল্যবোধের মানদণ্ডও স্থাপন করেছে। নির্মাতা ফুজিমোতো বলেন, “এই সিনেমা শুধু একটি গল্প নয়, এটি হলো সারা বিশ্বের শিশুদের দুর্দশার প্রতি একটি অব্যক্ত কণ্ঠ।”