চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধর্মীয় অনুশাসনের পথে হাঁটার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মৌ খান। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন পোস্টে জানান, তিনি আর চলচ্চিত্র জগতে থাকতে চান না। তবে ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই পোস্টটি হঠাৎ মুছে ফেলেন তিনি। কেন পোস্ট সরানো হলো—এ বিষয়ে মৌ এখনো কোনো ব্যাখ্যা দেননি।
শুক্রবারের পোস্টে মৌ খান লিখেছিলেন, দীর্ঘ চিন্তা ও ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি অভিনয় ক্যারিয়ার শেষে দিতে চান। তিনি উল্লেখ করেন—জীবনের বাকিটা সময় আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করে, নামাজ-কোরআনের আলোকে এবং রাসুল (স.)-এর সুন্নাহ মেনে চলতে চান তিনি।
পোস্টে তিনি তার অসমাপ্ত কাজগুলো নিয়ে নির্মাতাদের প্রতি অনুরোধ জানান—যে অংশগুলোতে তার উপস্থিতি জরুরি, সেগুলো তিনি সম্পন্ন করে দেবেন। তবে ভবিষ্যতে আর কোনো চলচ্চিত্র বা অভিনয় প্রকল্পে যুক্ত হওয়ার ইচ্ছা নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন।
ধর্মীয় জীবনযাপনে মনোযোগ দেওয়ার পাশাপাশি ‘হালাল উপায়ে জীবিকা অর্জন’ করতে চান বলে জানান মৌ। তিনি লেখেন, ব্যবসার মাধ্যমে রিজিক উপার্জনের পরিকল্পনা রয়েছে তার। সেই সঙ্গে অতীতের সব ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
মৌ বলেন, “আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি—এজন্য দোয়া চাই।”
তবে শনিবার সকাল নাগাদ দেখা যায়, পোস্টটি আর তার টাইমলাইনে নেই। নেটিজনদের মধ্যে নতুন প্রশ্ন—তাহলে কি সিদ্ধান্ত বদলে ফেললেন নায়িকা, নাকি ভিন্ন কোনো কারণে পোস্টটি সরিয়ে নেওয়া? কোনোটিরই উত্তর এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। পরবর্তীতে ‘বান্ধব’ এবং ‘অমানুষ হলো মানুষ’–এ অভিনয় করলেও বাণিজ্যিক সাড়া পাননি নায়িকা। চলচ্চিত্রে তার উপস্থিতি সীমিত হলেও সামাজিক মাধ্যমে তার কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।