ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ভিডিওতে তিনি লিখেছেন, “আজ আমার জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন।”
শাবনূর আরও লিখেছেন, “আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ। হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সব সময় পাশে থাকবেন, দোয়ায় রাখবেন।”
প্রসঙ্গত, শাবনূরের চলচ্চিত্রে অভিষেক হয় চাঁদনী রাতে (১৯৯৩) চলচ্চিত্র দিয়ে। পরে দুই নয়নের আলো ছবির মাধ্যমে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।