‘বরবাদ’ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি এবার দর্শকদের নিয়ে যেতে চান আরও গভীর, আরও অস্বস্তিকর এক জগতে। সেই যাত্রার প্রথম ইঙ্গিত মিলল নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে। বুধবার সন্ধ্যায় উন্মুক্ত হওয়া এই ঝলক ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।
ফার্স্ট লুকের কয়েক সেকেন্ডের দৃশ্যেই স্পষ্ট—‘রাক্ষস’ কোনো সহজপাঠ্য সিনেমা নয়। ধবধবে সাদা একটি ঘর, যার মেঝে জুড়ে ছড়িয়ে আছে রক্তের দাগ। মাঝখানে একটি বাথটাব, সেখানে নিথর পড়ে থাকা একটি বাঘ। সেই বিভীষিকাময় দৃশ্যের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল—মৃত বাঘটির দিকে নির্বিকারভাবে গুলি ছুড়ছেন তিনি। দাঁতে কামড়ে ধরা একটি লাল গোলাপ যেন পুরো দৃশ্যটিকে আরও প্রতীকী ও রহস্যময় করে তোলে।
সিয়ামের চোখেমুখে ধরা পড়ে এক ধরনের দ্বন্দ্ব—একদিকে নির্মমতা, অন্যদিকে গভীর বিষণ্নতা। এই অভিব্যক্তিই ইঙ্গিত দেয়, ‘রাক্ষস’ কেবল ভায়োলেন্সের প্রদর্শনী নয়; বরং এটি মানুষের ভেতরের অন্ধকার, ভালোবাসা ও ধ্বংসের জটিল সম্পর্কের গল্প।
ফার্স্ট লুক প্রকাশ উপলক্ষে বুধবার এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে প্রায় নয় মাস ধরে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়েছে। তার ভাষায়, “ভালোবাসা একজন মানুষকে কতটা ভয়ংকর করে তুলতে পারে—‘রাক্ষস’ সেই প্রশ্নটাই সামনে আনবে।”
এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। জানা গেছে, ছবির উল্লেখযোগ্য অংশের শুটিং হবে দেশের বাইরে—শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায়।
‘বরবাদ’-এর পর অনেকেই ভেবেছিলেন নির্মাতা হৃদয় হয়তো তুলনামূলক নরম কোনো গল্প বেছে নেবেন। কিন্তু ‘রাক্ষস’-এর প্রথম ঝলক সেই ধারণা ভেঙে দিয়েছে। বরং স্পষ্ট হয়েছে—ঢাকাই সিনেমায় ভায়োলেন্স ও অন্ধকার মনস্তত্ত্বের যে সীমা এতদিন অনালোচিত ছিল, সেখানেই এবার হাত রাখতে চলেছেন নির্মাতা ও তার দল।