বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। সাবেক স্বামী আরবাজ খানের নতুন সংসারে কন্যাসন্তানের আগমনের খবরের পর, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনার কেন্দ্রে তিনি।

সম্প্রতি আরবাজ খান তার দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে পিতৃত্বের আনন্দ উদযাপন করছেন। অক্টোবরের শুরুতে তাদের ঘর আলো করে আসে এক কন্যাসন্তান। আর এই খবর সামনে আসতেই, প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরার জীবন নিয়ে শুরু হয় নতুন জল্পনা— তিনি কি তবে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা করছেন?

এই জল্পনায় ঘি ঢেলেছে ‘ঝলক দিখলা যা ১১’ রিয়েলিটি শোর একটি ভাইরাল ক্লিপ। বিচারকের আসনে থাকা মালাইকাকে নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান হাস্যরসের ছলে প্রশ্ন করেন,
“২০২৪-এ আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?”

প্রথমে হেসে প্রশ্নটি এড়িয়ে গেলেও পরে মালাইকা স্পষ্টভাবে বলেন,
“যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।”

ফারাহ খান তখন মজার ছলে পাল্টা বলেন, “কেউ আছে মানে? অনেকে আছে।”
উত্তরে মালাইকা সপ্রতিভভাবে বলেন,
“মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”

এই মুহূর্তেই তার মন্তব্যটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে বলছেন, এটি হয়তো একটি নিরীহ রসিকতা, তবে কেউ কেউ মনে করছেন, এটি হতে পারে মালাইকার জীবনে নতুন প্রেম বা নতুন সম্পর্কের ইঙ্গিত।

উল্লেখ্য, মালাইকা ও আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর দীর্ঘদিন ধরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে বলেই বলিউডের অন্দরমহলে কানাঘুষো শোনা যাচ্ছে।

মালাইকার এমন স্পষ্ট ও সাহসী মন্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ।