২৭ ডিসেম্বর, অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবার প্রয়াণের তিন বছর পূর্ণ হলো। এই বিশেষ দিনে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়ে বাবা রাধা গোবিন্দ চৌধুরীকে স্মরণ করেছেন চঞ্চল।
ফেসবুকে বাবা রাধার একটি ছবি শেয়ার করে চঞ্চল লিখেছেন, “বাবা... তিন বছর হয়ে গেলো... তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব! ছুঁতে ইচ্ছে করে... কিন্তু পারিনা, আর পারবোও না কোনদিন!! ভালো থেকো বাবা।”
চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী ২০২২ সালের ২৭ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ সময় তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শেষ মুহূর্তে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি ঘটে।
রাধা গোবিন্দ চৌধুরী পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং পাবনার সুজানগরে ‘দুলাল মাস্টার’ নামে পরিচিত ছিলেন। তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, ছিলেন ছেলের সফলতার সবচেয়ে বড় অনুরাগী। চঞ্চলের সাফল্যে তিনি এতটাই গর্বিত ছিলেন যে, পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর ঘরের দেয়ালে সযত্নে সংরক্ষণ করতেন।
মৃত্যুর পরদিন পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার মৃত্যুবার্ষিকীতে চঞ্চল চৌধুরীর এই আবেগঘন পোস্ট ভক্ত ও অনুরাগীদের মধ্যে গভীর আবেগের সঞ্চার করেছে। অনেকেই পোস্টে মন্তব্য করে বাবার আত্মার শান্তি কামনা করেছেন।
এদিন চঞ্চল চৌধুরীর এই স্মরণ প্রকাশ শুধুমাত্র ব্যক্তিগত আবেগ প্রকাশ নয়, এটি তার বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার একটি নিদর্শন হিসেবে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করেছে।