চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তার স্বামী রাকিব সরকার বছর দেড়েক আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে তাদের কোনো ছবি প্রকাশ পায়নি। তবে হঠাৎ করেই দুজনেই নিজেদের ফেসবুকে একসঙ্গে সন্তানসহ ছবি পোস্ট করে নেটিজেনদের মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
মাহিয়ার পোস্ট করা ছবির ক্যাপশনে ছিল ‘মাশাআল্লাহ’ এবং ভালোবাসার ইমোজি। মজার বিষয়, রাকিবও একই ছবি পোস্ট করেছেন মাত্র এক ঘণ্টা আগে। এই সময়সীমার মিল একে অন্যের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে অনেক ভক্ত।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরে বিয়ে করেন মাহি ও রাকিব। এটি ছিল উভয়ের দ্বিতীয় বিয়ে। তাদের এক পুত্রসন্তান রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাহি সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বিচ্ছেদের কথা জানান।
নেটিজেনরা তাদের পুনর্মিলনের সম্ভাবনায় আশাবাদী, কেউ লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আবার আগের মত হয়ে যাক”, আবার কেউ বলছেন, “একসঙ্গে দেখে ভালো লাগলো।”
তবে অফিসিয়াল কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।