বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় সাধারণত ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজ নিয়ে নীরব থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সম্প্রতি এক স্টেজ শোতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনার পর আর চুপ থাকেননি তিনি। হরিয়ানার কার্নালে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে মৌনী জানান, অনুষ্ঠানের মঞ্চে ওঠার সময় কয়েকজন দর্শক ছবি তোলার অজুহাতে তার ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বয়স্ক এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা পরিবারের কয়েকজন পুরুষ সদস্য আচমকাই তার কোমরে হাত দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে আপত্তি জানান এবং তাদের হাত সরিয়ে নিতে বলেন।
মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে জানান মৌনী। পারফরম্যান্স চলাকালে সামনের সারিতে বসে থাকা দুজন বয়স্ক ব্যক্তি অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন এবং তার দিকে গোলাপের পাপড়ি ছুড়ে মারেন। শুরুতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দর্শকদের অসভ্য আচরণ বন্ধ না হওয়ায় মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি।
এখানেই শেষ নয়—অভিনেত্রী আরও অভিযোগ করেন, উঁচু মঞ্চের সুযোগ নিয়ে নিচ থেকে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে আপত্তিকর অ্যাঙ্গেলে ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে, সেখানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে বাধা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ার কথা স্বীকার করে মৌনী রায় সমাজের নৈতিকতা ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শিল্পীরা মানুষের বিনোদনের জন্য কাজ করেন, সম্মান ও মর্যাদা পাওয়াই তাদের প্রাপ্য। শিল্পীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।