দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন এবার সত্যিই বাস্তবে রূপ নিচ্ছে। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারিতে রাজস্থানের একটি রাজপ্রাসাদে তারা বিয়ে করছেন।
বিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার আগে দুই তারকা ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমিয়েছেন। বলিউড ও দক্ষিণী মিডিয়া সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। পাপারাজ্জিদের নজর এড়াতে বিশেষভাবে সতর্ক ছিলেন জুটি।
ভ্রমণের সময় বিজয় ও রাশমিকা দুজনেই ধূসর হুডি ও কালো মাস্ক পরে ছিলেন। সাধারণ পোশাকে বিমানবন্দর পৌঁছালেও, ক্যামেরা এড়াতে পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে বিজয় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, দীর্ঘ সফরের ক্লান্তি কাটিয়ে তিনি বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন। ছবিতে তার হাতে একটি পোলারয়েড ছবি রয়েছে, যা ধারণা করা হচ্ছে রাশমিকাই তুলেছেন। বিজয় ছবির ক্যাপশনে লিখেছেন, “কয়েক মাসের হাড়ভাঙা কাজের পর এবার ছুটির সময়।”
রাশমিকা এখনও নিজের প্রোফাইলে কোনো ছবি শেয়ার করেননি। তবে ভক্তরা ধরে নিচ্ছেন, এই জুটি বছরের শেষটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। অনেকেই এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ হিসেবে দেখছেন।
ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “দীর্ঘদিনের অপেক্ষা শেষে তাদের প্রেমকাহিনি এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই ভ্রমণ যেন তাদের জীবনের এক সুন্দর মুহূর্ত হয়ে থাকে।”