বলিউড থেকে হলিউড দুই অঙ্গনেই নিজের আত্মবিশ্বাস ও সাহসিকতার পরিচয় দিয়েছেন গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এবার আবারো চমকে দিলেন সবাইকে। সোশ্যাল মিডিয়ায় তিনি এমন কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার গলায় জড়ানো রয়েছে আস্ত এক জীবন্ত সাপ!

সাদা টপ ও ডেনিম জিন্সে স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন প্রিয়াঙ্কা। ভিডিওতে দেখা যায়, পাশে থাকা স্বামী নিক জোনাস কৌতুক করে বলেন, তোমার এই নতুন গয়না আমার বেশ ভালো লেগেছে। জবাবে হাসতে হাসতে প্রিয়াঙ্কা বলেন, এটা গয়না নয়, সত্যিকারের সাপ!

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভক্তরা যেমন তার সাহসিকতায় মুগ্ধ, তেমনি অনেকেই বিস্মিত হয়েছেন নিকের আতঙ্কিত মুখভঙ্গি দেখে।

এর আগে প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। একটিতে দেখা যায়, তার গলায় ঝুলছে বিশাল এক হলুদ অজগর, অন্যটিতে হাতে ধরা কালো কোবরা। মনে হচ্ছে, সরীসৃপের প্রতি তার অদ্ভুত এক নির্ভীক আকর্ষণ রয়েছে।

নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। কেউ লিখেছেন, তোমার সাহস সত্যিই অবিশ্বাস্য, কিন্তু নিকের মুখটা দেখেছো? আবার আরেকজন মন্তব্য করেন, এই ছবিটা আমার তিন রাতের ঘুম উড়িয়ে দেবে! কেউ কেউ অবশ্য প্রিয়াঙ্কার এই আত্মবিশ্বাসকে ‘গ্লোবাল স্টার’ উপাধির উপযুক্ত উদাহরণ বলেও অভিহিত করেছেন।