দেশের পরিচিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা এর ব্যক্তিগত জীবন ফের আলোচনায় এসেছে। গত বুধবার তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যা বিয়ের জল্পনা উসকে দিয়েছে। ছবিতে কনা সবুজ শাড়ি পরা অবস্থায় দুই হাতে মেহেদি পরেছেন এবং খোঁপায় ফুল দেখা যাচ্ছে।

পরদিন আরেকটি ছবি প্রকাশ করেন, যেখানে অনামিকা আঙুলে আংটি পরা হাত অন্য কেউ ধরে রেখেছে। এর পর ভক্ত-নেটিজেনদের মধ্যে কনার নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে গায়িকা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার পেজে প্রকাশিত একটি ভিডিওতে কনা হাসিমুখে বলেন, ‘মেহেন্দি’, যখন তাকে তার ছবির মেহেদি দেখানো হয়।

উল্লেখ্য, চলতি বছর কনা স্বামী মো. ইফতেখার গহীন থেকে বিচ্ছেদ করেছেন। ২০১৯ সালের ২১ এপ্রিল সাত বছরের প্রেমের পর বিয়ে হয়েছিল তাদের। বিচ্ছেদ ঘোষণা করা হয়েছিল ২৫ জুনে। সামাজিক জল্পনা রয়েছে, কনা বর্তমানে গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) এর সঙ্গে সম্পর্কের কারণে বিয়ে করছেন কিনা।