হঠাৎই নতুন রূপে ধরা দিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। দর্শকদের মাঝে এই লুক রীতিমতো সৃষ্টি করেছে নানা কৌতূহলও!
সম্প্রতি এই দুই তারকাকে সামাজিক মাধ্যমে রাজকীয় সাজপোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক, যা দেখে ভক্তদের মনে হয়েছে যেন সম্রাট-সম্রাজ্ঞী!
গত রোববার পারসা ইভানা তার ভেরিফায়েড পেজে এই ছবিটি শেয়ার করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহলী মন্তব্য উপচে পড়ছে। বিশেষ করে অনেকেই যুগল হিসেবে তাদের এই রসায়নের প্রশংসা করেছেন।
তবে জানা গেছে, কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্মের জন্য নয়, বরং খুব শীঘ্রই পলাশ ও ইভানাকে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এই ছবিটি ছিল সেই বিজ্ঞাপনচিত্রেরই বিশেষ লুক।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই জুটি।