বিশ্বখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য কিউর’-এর গিটারিস্ট ও কিবোর্ড বাদক পেরি ব্যামন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
দ্য কিউর জানায়, লন্ডনের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেরি। ব্যান্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, “অত্যন্ত শান্ত, নিবিড় ও সৃজনশীল একজন মানুষ ছিলেন আমাদের পেরি; যিনি ব্যান্ডের ইতিহাসের এক অপরিহার্য অংশ।”
পেরি ব্যামন্টের সঙ্গে দ্য কিউরের সম্পর্ক দীর্ঘ চার দশক জুড়ে ছিল। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে একাধিক গিটার ও কিবোর্ড বাদক হিসেবে কাজ করেছেন। ১৯৯০ সালে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যুক্ত হন। বাঁহাতি গিটারিস্ট পেরি ব্যামন্ট ১৪ বছরের মধ্যে ৪০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছেন।
১৯৯২ সালের বিখ্যাত অ্যালবাম ‘উইশ’-এর পাশাপাশি ২০০৪ সালের ‘দ্য কিউর’ অ্যালবামে তার সুর ও সৃজনশীলতা স্পষ্ট। তার গিটার, সিক্স-স্ট্রিং বে্জ গিটার এবং কিবোর্ডের সুর আজও ফ্যানদের মনে জীবন্ত।
মাঝপথে বিরতির পর ২০২২ সালে আবারও ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। শেষ স্মরণীয় মুহূর্ত হিসেবে ২০২৪ সালের ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য শো অফ আ লস্ট ওয়ার্ল্ড’ কনসার্টটিকে ব্যান্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
পেরি ব্যামন্টের জন্ম ১৯৬০ সালে লন্ডনে। ছোট ভাই ড্যারিল ব্যামন্টও এই ব্যান্ডের ট্যুর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে দ্য কিউরের সদস্যরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সংগীতপ্রেমীদের কাছে পেরি ব্যামন্ট শুধু একজন গিটারিস্টই ছিলেন না, তিনি ছিলেন চার দশকের ধারাবাহিক সৃজনশীলতার প্রতীক। তাঁর সুর এবং কনসার্টের মুহূর্ত আজও হাজারো মানুষের মনে বেঁচে থাকবে।