ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে মায়ের অসুস্থতার খবর জানান তমা। ছবিটি ছিল হাসপাতালের সিসিইউ বিভাগের সামনে থেকে তোলা। ক্যাপশনে লেখেন, ‘আম্মু হাসপাতালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন।’

তবে কী ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন বা তার শারীরিক অবস্থা কতটা গুরুতর—তা বিস্তারিত জানাননি এই অভিনেত্রী। তমার এমন পোস্টে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন তার মায়ের জন্য।

বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তমা মির্জা। সর্বশেষ তিনি অভিনয় করেছেন শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত ‘দাগি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন আফরান নিশো।

তবে ব্যক্তিজীবনের এই কঠিন সময়ে তমার পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও। সবার কাছেই তার অনুরোধ— “আমার মায়ের জন্য দোয়া করবেন।”