গত ৩ অক্টোবর তারা গোপনে বাগদান সারেন। এরপরই দুই পরিবারে নেয়া শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি।

জানা গেছে, ২০২৬-এর শুরুতেই সাত পাঁকে বাঁধা পড়ছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। আর বিয়ের ভেন্যু নির্ধারিত হয়েছে ভারতের রাজস্থানের উদয়পুর।


যদিও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রাশমিকা ও তার প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডাও। তবে প্রথমবার এ নিয়ে মুখ খুললেন রাশমিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার কাছে বাগদান ও বিয়ের বিষয়ে সরাসরি প্রশ্ন রাখা হয়। রাশমিকা বলেন, “বিয়ের গুঞ্জনে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনটাই বলতে চাই না। যখন সময় হবে, সবাইকে জানানোর মতোই জানাব।” অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তিনি।
২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। এরপর নীরবতা ভেঙে নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।