বলিউড ও পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি নিজের একটি ব্যক্তিগত কষ্টের কথা জানিয়েছেন। তিনি জানান, ছোটবেলায় দীপাবলি উৎসব খুব পছন্দ করতেন—আতশবাজি ফাটানো, বাড়ি সাজানো সবকিছুতে আনন্দ পাওয়া যেত। তবে পরবর্তীকালে পরিবারের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর উৎসবটি উদযাপন করেননি।

ভিডিওতে দিলজিৎ বলেন, “আগে আমি প্রচুর আতশবাজি ফাটাতাম। আমার প্রিয় উৎসব ছিল দীপাবলি। কিন্তু পরিবারের থেকে আলাদা হয়ে গেলে কষ্ট হত। পরে আর কখনও উদযাপন করিনি।”

২০২৪ সালে একটি সাক্ষাৎকারে দিলজিৎ জানিয়েছিলেন, ১১ বছর বয়সে বাবা-মায়ের অনুমতি ছাড়া লুধিয়ানার এক আত্মীয়ের বাড়িতে পাঠানো হয় পড়াশোনা ও শৃঙ্খলাপূর্ণ জীবন নিশ্চিত করতে। তখন থেকে তিনি ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরে যান। ছোটবেলায় একা ঘরে থাকতেন, স্কুল আর বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা ছিল না। মোবাইল ফোন বা টিভি ছিল না। স্কুলে পড়ার সময় থেকেই তিনি স্থানীয় অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন এবং ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নেন।

দিলজিৎ দোসাঞ্জের এই ভিডিওতে দেখা যায়, দীপাবলির আলো আর আতশবাজির আনন্দ তার ব্যক্তিগত অতীতের ক্ষতিপূরণ করতে পারছে না, তাই তিনি সামাজিক মাধ্যমের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে এই উৎসব থেকে নিজেকে দূরে রাখেন।