বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন। কখনও তার শরীর নিয়ে, কখনও ব্যক্তিজীবন বা মুসলিম অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করা নিয়ে নানা বিদ্রূপের মুখে পড়তে হয় তাকে। কিন্তু এসব কটূ মন্তব্যে তিনি ভেঙে পড়েন না বরং রসবোধ ও আত্মবিশ্বাস দিয়েই জবাব দেন, প্রয়োজন মনে হলে।

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হয়ে এসে সোনাক্ষী জানান, বহু বছর ধরে ট্রল ও সমালোচনার সঙ্গে লড়াই করতে করতে এখন বিষয়টি তিনি সামলে নিতে জানেন। অভিনেত্রীর ভাষায়, “আমি খুব কম সময়ই প্রতিক্রিয়া জানাই। কিন্তু যখন মনে হয়, কেউ সীমা ছাড়িয়েছে তখন থামিয়ে দিই। সাধারণত উপেক্ষা করাই ভালো, তবে কখনও মনে হয়, এই কে রে তুই? আমায় এমন বলার সাহস পেলি কীভাবে?

তিনি হাসতে হাসতে আরও বলেন, কম্পিউটারের ওপারে বসে থাকা এক অচেনা লোক আমাকে অপমান করছে তখনই ভাবি, ঠিক আছে, এবার দেখাই তোকে!

শুধু মুখের জবাব নয়, প্রয়োজনে কঠিন সিদ্ধান্তও নেন অভিনেত্রী। একবার একজন নেটিজেন তাকে ‘আন্টি’ বলায় সঙ্গে সঙ্গে ব্লক করেন। পরে মজার ছলে বলেন, তোমাকে আনব্লক করব শুধু আবার ব্লক করার জন্য!

তার এই বুদ্ধিদীপ্ত উত্তর মুহূর্তেই ভাইরাল হয় নেটমাধ্যমে। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, সোনাক্ষীর মতো আত্মবিশ্বাসী নারীরাই ট্রল সংস্কৃতির আসল জবাব।