দীর্ঘদিনের মান-অভিমান, সামাজিক যোগাযোগমাধ্যমের পাল্টাপাল্টি বক্তব্য ও ব্যক্তিগত তিক্ততা পেছনে ফেলে আবারও রুপালি পর্দায় ফিরছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। একসময় নানা বিতর্ক ও আপত্তির কারণে যে জুটির পথচলা থমকে গিয়েছিল, সেই আলোচিত জুটিই এবার নতুন সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
কয়েক দিন আগে অভিনেত্রী মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে তিনি লেখেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়ে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেছেন, তার সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’–তেই ফিরছেন শরীফুল রাজ ও মিম।
আলভী আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাজ অভিনয় করবেন ‘রফিক’ চরিত্রে এবং মিমকে দেখা যাবে ‘শারমিন’ চরিত্রে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যের সময় রাজ–মিম জুটি নিয়ে দারুণ আলোচনার সৃষ্টি হয় ঢালিউডে। তবে ঠিক সেই সময় রাজের তৎকালীন স্ত্রী পরীমণির অভিযোগে বিতর্ক তীব্র আকার নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে পরীমণি দাবি করেছিলেন, রাজ ও মিমের অতিরিক্ত ঘনিষ্ঠতা তার সংসার ভাঙার কারণ। পাল্টাপাল্টি স্ট্যাটাসে তখন সরগরম ছিল চলচ্চিত্র অঙ্গন। সেই প্রেক্ষাপটে মিম ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে আর কাজ করবেন না।
২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। বর্তমানে রাজ অবিবাহিত হওয়ায় নতুন করে রাজ–মিম জুটির পথে আর আগের মতো কোনো বাধা নেই। একসময় যে জুটিকে ঘিরে ‘ঘর ভাঙার’ অভিযোগ উঠেছিল, সেই জুটির প্রত্যাবর্তন এখন দর্শক ও ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।