বলিউডের বহুমাত্রিক অভিনয়শিল্পী সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুসময়ের বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত এই তারকা।
পরিচালক অশোক পণ্ডিত এক ভিডিও বার্তার মাধ্যমে সতীশ শাহের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। তিনি জানান, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। “এক অসাধারণ অভিনেতা এবং উষ্ণ মানবিক মানুষকে হারালাম আমরা বুকভরা শোকের সঙ্গে বলেন অশোক পণ্ডিত।
চলচ্চিত্র ও টেলিভিশন দুই অঙ্গনেই সমান জনপ্রিয় ছিলেন সতীশ শাহ। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ ছবির গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি। এরপর ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘ফানা’, ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-সহ অগণিত ছবিতে তার উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে বারবার।
তবে তার ক্যারিয়ারে মোড় ঘোরানো কাজ ছিল জনপ্রিয় সিটকম ‘সারাভাই ভার্সেস সারাভাই’। রোজমেরি পরিবারকে ঘিরে নির্মিত এই কমেডি নাটকে মজার চরিত্র দিয়ে তিনি ঘরে ঘরে হাসি ছড়িয়েছিলেন। ছোটপর্দায় তার সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘কমেডি সার্কাস’-এ বিচারকের আসনেও দেখা গেছে তাকে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হামশকলস’ ছিল বড় পর্দায় তার শেষ অভিনয়। তারপর থেকে শারীরিক সমস্যার কারণে অভিনয়জীবনে বিরতি নেন তিনি। শনিবার সন্ধ্যায় পরিবারের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।
প্রতিভাবান এই অভিনেতার প্রস্থান বলিউডে সৃষ্টি করেছে গভীর শূন্যতা। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানিয়ে বলছেন ‘হাসির মানুষটি চিরদিন বেঁচে থাকবেন দর্শকের মনে।’
 
                    