ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সাম্প্রতিককালের একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রের কারণে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের মাধ্যমে চরিত্রটি এতটা প্রাণবন্ত হয়ে উঠেছে যে, দর্শকরা এখন কেয়াকে অন্য কোনো রূপে দেখতেও অনীহা প্রকাশ করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, “পরিচালক আমাকে জানিয়েছে, দর্শকরা মেহরিন হিসেবে আমাকে এত প্রীতিভরে গ্রহণ করেছে যে, অন্য কোনো চরিত্রে আমাকে দেখতে চাইছে না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে!”
তিনি জানান, দীর্ঘদিন ধরে নাটকের আঙিনায় নিয়মিত কাজ করার পরও এই চরিত্রটি তার আগের সব সাফল্যকে ছাড়িয়ে গেছে। এর পেছনে নাটকের পারিবারিক আবহ এবং সাদাসিধে গল্প বলার ক্ষমতাকেই তিনি মূল কারণ হিসেবে দেখছেন।
কেয়া পায়েল আরও বলেন, “ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সঙ্গে গল্প দেখা যেতেই মানুষের আগ্রহ সব সময় থাকে। নতুনভাবে আমাদের টিমে যুক্ত হয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, যিনি আমার জন্য নতুন উদ্দীপনা এনে দিয়েছেন।”
তিনি নিজের ব্যক্তিত্ব ও দর্শকের সঙ্গে সম্পর্ককেও উজ্জ্বলভাবে তুলে ধরেন। “মেহরিন নামটা খুব সুন্দর, কিন্তু দিনশেষে আমি কেয়া পায়েল। তাই বাস্তব জীবনেও নিজেকে স্বাচ্ছন্দ্যবোধে ভাবি। মানুষকে বাহ্যিক রূপ দিয়ে নয়, আচরণ ও ব্যবহার দিয়ে চেনাই গুরুত্বপূর্ণ। আসল পরিচয় ঠিক সেখানে ফুটে ওঠে।”
এই ভাবনা ও বিশ্বাসের কারণে কেয়া পায়েল পর্দা ও বাস্তবের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখতে পারছেন। তার অভিনয় শুধু মেহরিনের চরিত্রে নয়, বরং দর্শক হৃদয়েও স্থায়ী জায়গা করে নিয়েছে।