বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায়। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজ বাড়ির বারান্দা থেকে তার অনুমতি ছাড়া তোলা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন শুধু ক্যাটরিনার ভক্তরাই নয়, বলিউডের শীর্ষ তারকারাও।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ক্যাটরিনা কাইফ নিজের সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টের বারান্দায় ছিলেন। সেই সময় বাইরে থেকে কেউ লুকিয়ে ছবি তোলে এবং পরে তা একটি জনপ্রিয় বিনোদন পোর্টালে প্রকাশ করে। ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শিল্পী সমাজে।

অভিনেত্রী সোনাক্ষী সিনহা এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, একজন নারীর নিজের ঘরে থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া ছবি তোলা ন্যক্কারজনক কাজ। এই কাজ অপরাধ ছাড়া আর কিছুই নয়।

সাম্প্রতিক সময়ে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়ানোর পর থেকেই পাপারাজ্জিদের নজর বেড়ে গেছে। এ ঘটনার পর তার অনুরাগীরা প্রশ্ন তুলেছেন একজন নারী, তা সে তারকা হোক বা সাধারণ মানুষ, নিজের ঘরেও কি নিরাপদ নন?

ভক্তরা পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন এবং অনলাইন গোপনীয়তা রক্ষায় কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এটি বলিউডে নতুন কোনো ঘটনা নয়। এর আগে অভিনেত্রী আলিয়া ভাটকেও একইভাবে তার বাড়ি থেকে গোপনে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পরও পাপারাজ্জিদের এমন আচরণের বিরুদ্ধে তীব্র সমালোচনা হলেও বাস্তব পরিবর্তন খুব একটা দেখা যায়নি।

শিল্পমহলের অভিমত, যদি এমনই চলতে থাকে, তাহলে বলিউড তারকারা আর নিজেদের বাড়িতেও নিরাপদ বোধ করবেন না।