কলকাতার বড়দিন মানেই টলিউডের নতুন ছবি মুক্তির উৎসব। এই বছরেও তা ব্যতিক্রম নয়। সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি ২’ বড়দিন উপলক্ষ্যে মুক্তির কথা থাকলেও প্রেক্ষাগৃহে সঠিকভাবে জায়গা পাননি দেব।

দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। হলের বাইরে দেখা গেল ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি সাজানো। কিন্তু শো তালিকায় দেবের ছবির নাম দেখা যায়নি। ঘটনার প্রতিক্রিয়ায় দেব সেই ছবির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে তিনি ‘মিতিন মাসি’র পোস্টার ঝাপসা (ব্লার) করে দেন।

দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এ বছর আমাকে নানা তকমা দিয়েছে মানুষ। কেউ বলেছে মাফিয়া, কেউ মেগাস্টার। কিন্তু দেখুন, সিনেমা হলে পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পেল না। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি। কারণ তারা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে। প্রতিটি বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবেই।’

চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ নিয়েও বিতর্ক হয়েছিল। অভিযোগ ওঠে, নিজের ছবির সুবিধা নিশ্চিত করতে অন্য ছবির শো কমানো হয়েছে। তখন তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করা হয়েছিল।

বড়দিনে ‘প্রজাপতি ২’–এর শো না পাওয়া এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে। দেব সরাসরি নাম না দিয়ে হল মালিক ও পরিবেশকদের উদ্দেশ্য করেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ঘটনা টলিউডে বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। ছবির মুক্তি ও প্রদর্শন প্রক্রিয়াকে ঘিরে পরিচালকদের সঙ্গে সুপারস্টারদের সম্পর্ক এবং সিনেমা হলে শোর সংখ্যা বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, হল মালিকদের সঙ্গে সমঝোতা ছাড়া বড় বাজেটের ছবিগুলো ঠিকভাবে মুক্তি পেতে পারবে না।

সর্বশেষ, দেবের মন্তব্য প্রমাণ করছে যে বাংলা সিনেমার সুস্থ প্রতিযোগিতা ও মুক্তির সুযোগ নিশ্চিত করতে এখনও বড় নামের অভিনেতাদের সচেতন ভূমিকা অপরিহার্য।