গত এক দিনে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়ল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫ রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১০৬ জন ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায়। দক্ষিণ সিটি এলাকায় ভর্তি হয়েছেন ৭৭ জন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ৭৪ জন। চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশালে ৫৮ জন, খুলনায় ২৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে একই সময়ে সারা দেশে ৬৪০ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৮৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৯১ জন।

তুলনামূলক তথ্য বলছে, গত বছর (২০২৪) পুরো বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। আর এর আগের বছর ২০২৩ সালে রেকর্ড ৩২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন ১,৭০৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার অস্বাভাবিকতা, অনিয়ন্ত্রিত নগরায়ন ও মশার প্রজননস্থল কমানোর ক্ষেত্রে দুর্বল পদক্ষেপের কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন প্রায় সারা বছরই দেখা দিচ্ছে। এ অবস্থায় ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।