মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর মঙ্গলবার (১৮ নভেম্বর) এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে “প্রধান নন-ন্যাটো মিত্র” (Major Non-NATO Ally - MNNA) হিসেবে ঘোষণা করা হচ্ছে, যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে নৈশভোজের সময় ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা দেন। ট্রাম্প বলেন, এই পদক্ষেপের মাধ্যমে সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সৌদি সংবাদমাধ্যম এটিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, দুই পক্ষ বেসামরিক পারমাণবিক শক্তি নিয়ে একটি “যৌথ ঘোষণা” অনুমোদন করেছে, যা আগামী কয়েক দশক ধরে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি করবে। হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে এই সহযোগিতা পরমাণু অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনেই বাস্তবায়ন করা হবে। এছাড়া ক্রাউন প্রিন্সের এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ নতুন একটি অস্ত্র বিক্রয় চুক্তিতেও অনুমোদন দিয়েছেন, যা সৌদি আরবের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

ইএফ/