শনিবার ইয়েমেন উপকূলে এডেন উপসাগরে একটি এলপিজিবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যায়। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী এবং ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল।
যেখানে হামলার পর ক্রুরা জাহাজ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
হুথি বিদ্রোহী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ব্রিটিশ ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র জানিয়েছে, অ্যাডেন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে হামলা ঘটেছে।
জাহাজটি ত্যাগের সময় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইয়েমেন উপকূলে এলপিজি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের উপকূলে এডেন উপসাগরে একটি এলপিজিবাহী ট্যাংকারে হামলার পর ভয়াবহ আগুন লেগেছে। ব্রিটিশ সামরিক বাহিনী জানায়, ক্রুরা জাহাজ ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।
