ফিলিস্তিনের গাজায় ইসরাইল সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাব নিহত হয়েছেন বলে একাধিক ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরাইলের হয়ে কাজ করা এবং মানবিক সহায়তা লুটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

ইসরাইলের চ্যানেল ১৪ প্রথম আবু শাবাবের নিহতের খবর প্রকাশ করে, যদিও বিস্তারিত কিছু জানায়নি। চ্যানেল ১২ জানায়, আবু শাবাব গাজার কিছু গোত্রের সঙ্গে সংঘর্ষে নিহত হন এবং পরে দক্ষিণ ইসরাইলের সোরোকা মেডিকেল সেন্টারে তাকে মৃত ঘোষণা করা হয়।

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের সময় আবু শাবাব কুখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন। তার নেতৃত্বাধীন গোষ্ঠী ‘পপুলার ফোর্সেসে’র বিরুদ্ধে অভিযোগ ছিল, ইসরাইল যে অল্প পরিমাণ মানবিক সহায়তা গাজায় ঢুকতে দিত, সেটিও তারা লুট করত। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছিল, গাজায় কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যে তারা কাজ করেছে—এর মধ্যে আবু শাবাবের দলও ছিল। তেল আবিবের লক্ষ্য ছিল গাজায় হামাসবিরোধী সশস্ত্র শক্তি তৈরি করা যায়।

বৃহস্পতিবার  গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানান, আবু শাবাবের মৃত্যুর সঠিক তথ্য এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, ‘ইয়াসের আবু শাবাবকে কে হত্যা করল-এখনও এটি পরিষ্কার নয়।’ মাহমুদ আরও জানান, আবু শাবাব ও তার দল গাজায় কুখ্যাত ছিল মাদক ব্যবসা এবং ত্রাণ লুটে জড়িত থাকার অভিযোগে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘ইচ্ছাকৃতভাবে ত্রাণবাহী ট্রাকগুলোকে উত্তর গাজায় ঢুকতে বাধা দিত, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো দুর্ভিক্ষ ও অনাহারের মুখে পড়েছিল।’ আবু শাবাবের নিহতের ঘটনায় তার দল বা ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।