গেল রোববার (১৪ ডিসেম্বর) ‘হানুক্কাহ’ উৎসবের প্রথম দিন উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হন।

ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে আলবানিজ বলেন, নতুন আইন অনুসারে এমন ব্যক্তিদের ধরা হবে যারা ‘ঘৃণা, বিভাজন ও উগ্রপন্থা’ ছড়ায়। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ব্যক্তিদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করার নতুন ক্ষমতা দেয়া হবে যারা ঘৃণামূলক বক্তব্য ছড়ায়। পাশাপাশি, শিক্ষা ব্যবস্থা যেন ‘ইহুদিবিদ্বেষ প্রতিরোধ ও মোকাবিলা’ করতে পারে সে জন্য একটি নতুন টাস্কফোর্স গঠন করা হবে। নতুন আইনগুলোর মধ্যে আরও থাকবে– সহিংসতা উসকে দেয় এমন ধর্মীয় প্রচারক ও নেতাদের জন্য শাস্তির বিধান, তীব্র ঘৃণামূলক বক্তব্য নামে একটি নতুন ফেডারেল অপরাধ এবং অনলাইন হুমকি ও হয়রানির ক্ষেত্রে সাজা নির্ধারণে ‘ঘৃণা’-কে একটি গুরুতর কারণ হিসেবে অন্তর্ভুক্ত করা।

আলবানিজ বলেছেন,‘প্রত্যেক ইহুদি অস্ট্রেলিয়ানের আমাদের মহান জাতিতে তাদের অবদানের জন্য নিরাপদ, সম্মানিত ও মূল্যবান বোধ করার অধিকার রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আইএস থেকে অনুপ্রাণিত সন্ত্রাসীরা অস্ট্রেলিয়ানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ানরা সেই ঘৃণার জবাব দিয়েছে ভালোবাসা ও শোকাহতদের প্রতি সহমর্মিতার মাধ্যমে।’ অস্ট্রেলিয়া সরকার জুলাই মাসে ইহুদিবিদ্বেষ-বিষয়ক দূত জিলিয়ান সিগালের প্রকাশিত প্রতিবেদনের সুপারিশগুলো ‘সম্পূর্ণভাবে সমর্থন ও গ্রহণ’ করবে বলেও জানিয়েছেন আলবানিজ।