কলকাতার আদালত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র পাঁচ জঙ্গিকে জীবনভর কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আদালত তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন, যা না দিলে আরও তিন মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন এবং মাওলানা ইউসুফ শেখ। ২০১৬ সালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। দীর্ঘ নয় বছর ধরে চলা মামলার রায় বুধবার (৩ ডিসেম্বর) বিচারক রোহন সিংহ ঘোষণা করেন।

মামলার তদন্তে উঠে আসে, এই পাঁচজনের মধ্যে তিনজন ভারতের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ-এ জড়িত ছিলেন। এছাড়া, বাংলাদেশি নাগরিক আনোয়ার ও জাহিরুল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। আদালত প্রমাণ ও ১৫ জনের সাক্ষ্য পর্যালোচনা করে তাদের দোষী সাব্যস্ত করেন।

এসটিএফ জানিয়েছে, গ্রেপ্তাররা পশ্চিমবঙ্গের বনগাঁ, বসিরহাট এবং আসামের বিভিন্ন এলাকা থেকে ধরে আনা হয়েছিল। মামলায় আনোয়ার ও জাহিরুলের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনেও মামলা চলছিল, যা রায়ে প্রমাণিত হলো।

বিচারক রোহন সিংহ জানান, “দেশের নিরাপত্তা ও জনসাধারণের জীবন রক্ষার স্বার্থে এই ধরনের নাশকতাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান অপরিহার্য।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে। এছাড়া, নিরাপত্তা বাহিনীর সতর্কতা ও তদন্ত দক্ষতাকেই এই মামলার সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।