ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ অথবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে দেশটিতে পুনরায় সামরিক হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, সেই হামলা আগের চেয়েও আরও ভয়াবহ হতে পারে।
রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগুয়েজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে—সম্ভবত মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমাদের রয়েছে।”
ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের সঙ্গে আপাতত যুক্তরাষ্ট্রকে কাজ করতে হচ্ছে।
“এমন কিছু লোকজনের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করি তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে,” বলেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট উল্লেখ করে ট্রাম্প বলেন,
“আমাদের অবস্থান অনড়— আমরা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চাই।”
এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।
সাক্ষাৎকারে মাদুরোকে অপহরণের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেন,
“আপনি একে ‘ভেনেজুয়েলাকে পুনর্গঠন’ বা ‘সরকার পরিবর্তন’—যাই বলুন না কেন, যা হয়েছে তা ভালো কিছুর জন্যই হয়েছে। মাদুরোর সময়ে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থায় দেশটির যাওয়া সম্ভব ছিল না।”