নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোতোতে মার্কিন বিমান বাহিনী ইসলামিক স্টেট (আইএস), দেশীয় জঙ্গিগোষ্ঠী লাকুরাওয়া ও ডাকাত গ্যাংয়ের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর মুখপাত্র দানিয়েল বিওয়ালা জানিয়েছেন, সরকার অনুমোদনের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার এই অভিযান পরিচালিত হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইএসের সাহেল শাখার কয়েকজন সদস্য দেশটিতে প্রবেশ করে লাকুরাওয়া ও অন্যান্য ডাকাত গ্যাংকে প্রশিক্ষণ দিচ্ছিল। এই তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযানকে সবুজ সংকেত দেয়নি নাইজেরিয়ার সরকার।

আফ্রিকার সাহেল অঞ্চল সাহারা মরুভূমি ও দক্ষিণের আর্দ্র সাভানার মধ্যে বিস্তৃত বিশাল আধা-শুষ্ক এলাকা। যদিও নাইজেরিয়া সাহেলের অংশ নয়, তবু প্রতিবেশী দেশগুলো—নাইজার, বুরকিনা ফাসো ও মালি—আইএসের জন্য সক্রিয় কেন্দ্র হিসেবে পরিচিত।