ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেলে কঠোর পরিণতি ভোগ করতে হবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা। সম্প্রতি পশ্চিম তীর সংযুক্তকরণ সম্পর্কিত দুটি বিল ইসরায়েলি পার্লামেন্টে প্রাথমিকভাবে অনুমোদনের পরই ওয়াশিংটনের পক্ষ থেকে এই সতর্কবার্তা আসে।
শুক্রবার (২৪ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু জানায়, ইসরায়েলের চ্যানেল–১২ টেলিভিশনের এক অনুষ্ঠানে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদক বারাক রাভিদ জানান, “একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা আমাকে বলেছেন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত সূক্ষ্ম এক ভারসাম্যের দড়িতে হাঁটছেন। যদি তিনি এভাবে চলতে থাকেন, তাহলে গাজা চুক্তি নষ্ট করে ফেলবেন। আর যদি তা করেন, ট্রাম্প তাকে কোনোভাবেই ছাড়বেন না।”
ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ দখলকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্ত করার দুটি প্রস্তাব অনুমোদন দেওয়ার খবর শুনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হতবাক হয়ে পড়েন। ইসরায়েল সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার আগে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন,
“যদি এটি কেবল রাজনৈতিক নাটক হয়, তবে এটি একেবারে নির্বুদ্ধিতার পরিচায়ক। ব্যক্তিগতভাবে আমি এতে গভীরভাবে ক্ষুব্ধ।”
চ্যানেল–১২–এর বরাতে আরেকজন ইসরায়েলি কর্মকর্তা জানান, পার্লামেন্টে ওই ভোটাভুটির কারণে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে এমন সতর্কতা নেতানিয়াহুকে কয়েক দিন আগেই দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করেন।
উল্লেখ্য, নেসেট বুধবার পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার দুটি বিল প্রাথমিকভাবে অনুমোদন দেয়। বিল দুটি এখনো তিন ধাপের ভোটাভুটি শেষে আইন হিসেবে কার্যকর হবে। কিন্তু বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের তীব্র আপত্তি রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, “ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না।”
ওয়াশিংটনের কূটনৈতিক মহল মনে করছে, নেতানিয়াহু যদি এই পথে এগোন, তাহলে গাজা যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েল–মার্কিন সম্পর্ক দুটিই নতুন সংকটে পড়বে।
ইএফ/